নওগাঁর মান্দায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে উঠিয়ে নেওয়ার চেষ্টাকালে তিন যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের অদুরে এই ঘটনাটি ঘটে।

আটকরা হলেন—উপজেলার বড়পই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আকাশ হোসেন (১৯), কয়াপাড়া গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে রনি (১৯) ও একই এলাকার নুরুজ্জামানের ছেলে সোহান বাবু (২০)। এদের মধ্যে রনি ও সোহান বাবু সাতবাড়িয়া বিএম কলেজের শিক্ষার্থী।

মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জানান, বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কমিউনিটি ক্লিনিকের মোড়ে পৌঁছালে তিন যুবক দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশায় উঠানোর চেষ্টা করে। এসময় ছাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের আটক করেন।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, আটকের পর যুবকরা তাদের অপরাধ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত আকাশ হোসেনকে ২০ দিন, রনি ও সোহান বাবুকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।