নওগাঁর পোরশা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার সকালে উপজেলার নীতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর পূর্ব তীরসংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন উপজেলার ইসলামপুর গ্রামের নুহুল ইসলামের ছেলে সায়েম উদ্দিন (৪০) ও পশ্চিম রঘুনাপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নূর মোহাম্মদ শেখ (৬০)। সায়েমের বাবা নুহুল ইসলাম বজ্রপাতে আহত হয়েছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে পোরশা নীতপুর সীমান্ত এলাকার পশ্চিম দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর পূর্ব তীরসংলগ্ন মাঠে সায়েম, নূর মোহাম্মদ শেখসহ কয়েক শ্রমিক একটি খেতে ধান কাটছিলেন। সকাল সাড়ে আটটার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। কিন্তু তাঁরা ঝড়বৃষ্টির মধ্যেই ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সায়েম, নুহুল ইসলাম ও নূর মোহাম্মদ শেখ আহত হন।
ওসি জহুরুল আরও বলেন, বজ্রপাতের পর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা তৎক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক সায়েম ও নূর মোহাম্মদ শেখকে মৃত ঘোষণা করেন। আহত নুহুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন।