দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় উপজেলা থেকে ভোট কেন্দ্রগুলতো ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে সরঞ্জাম বিরতণ শুরু হয়। ভোট কেন্দ্রে নিরপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় এসব সরঞ্জাম গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়- জেলার ৫টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯ জন প্রার্থী।

৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। যেখানে ৬৫০ টি কেন্দ্রে ৪ হাজার ১১১ টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। প্রতিটি কক্ষে একটি করে ব্যালট বাক্স এবং অতিরিক্ত আরো একটি করে বাক্স থাকবে। আগামীকাল সকালে ব্যালট পেপার, সিল প্যাড ও সিল কেন্দ্রে পাঠানো হবে।

এদিকে জেলা পুলিশ পক্ষ থেকে ৬৫০ টি কেন্দ্রের মধ্যে ৪০৯ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ( ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নত করা হয়েছে।