আজ বৃহস্পতিবার নওগাঁ জেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখা কতৃক ভগবান শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব পূন্যতিথি জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় নওগাঁ জেলা জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে শ্রীশ্রী বুড়া কালিমাতার পুজো মন্ডপ থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোমেন্দ্রনাথ কুণ্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুবীর দাস ,সাংগঠনিক সম্পাদক নিরব কুমার দাস ও অনেকে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শয়ন কুমার অভি ও সাগর পাল,দপ্তর সম্পাদক অরুপ দাস ,প্রচার সম্পাদক বিপ্লব কুমার নিখিল,মহিলা বিষয়ক সম্পাদক অনামিকা চক্রবর্তী,পূজা,বৃষ্টি ও প্রমুখ। সার্বিক অনুষ্ঠানে হাজারো ভক্তের ঢল নামে। এছাড়াও সকল উপজেলা থেকে হাজারো ভক্তের ঢল নামে। সাপাহার, রানীনগর, মান্দাসহ সকল উপজেলায় ধর্মীয় শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।