আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুজ্জামান লিটনের উদ্যোগে মসজিদ নির্মাণ কাজ চলছে। এ মসজিদটি নির্মাণে আনুমানিক ব্যায় হবে ৫ লক্ষ টাকা। পৌরসভার চকরপাড়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ৫ শতাংশ জমির ওপর মসজিদ নির্মাণের জন্য ভরাটের কাজ চলছে।
জানা যায়,মসজিদ নির্মাণের উদ্দেশ্যে ২০০০ সালে ১৩ হাজার টাকা মূল্যে ৫ শতক জমি ক্রয় করেন আব্দুর রাজ্জাক সরকার। জমির মালিক আড়ানী মনমোহিনী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আলহাজ হযরত আলী’র কাছ থেকে ক্রয়কৃত জমি মসজিদের নামে ওয়াকফ করেন তিনি। এ-র পর ২০১০ সালের আগস্ট মাসে মারা যান আব্দুর রাজ্জাক। তারপর কেটে গেল আরও ২২ বছর তবুও সেই জমিতে নির্মিত হয়নি মসজিদ। আব্দুর রাজ্জাকের সুযোগ্য সন্তান লিটন কাউন্সিলর হওয়ার পর বাস্তবায়ন হতে যাচ্ছে সেই মসজিদের নির্মাণ কাজ। বর্তমানে লিটন ৪নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি। প্রথমবারের মতো তিনি কাউন্সিলর নির্বাচিত হন।
চকরপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুর রব ও সহকারী শিক্ষক লুৎফুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও ছাত্রদের নামাজ আদায় করতে দুরে যেতে হতো। নির্মাণাধীন মসজিদটি মাদ্রাসা সংলগ্ন হওয়ায় আমাদের অনেক সুবিধা হবে। এ-ই মসজিদের নির্মাণ কাজের উদ্যোগ নেওয়ায় কাউন্সিলর লিটনের প্রতি আমারা কৃতজ্ঞ।
স্থানীয় আমিরুল ইসলাম, ইনছার আলী, রফিকুল ইসলাম, আব্দুর ছালাম, আব্দুল হান্নান, আব্দুর জলিল, মকদুম হোসেন বাচ্চু বলেন, আমাদের এ-ই পাড়ায় প্রায় ১৫০ ঘর মানুষের বসবাস। আমাদের নামাজ আদায় করতে যেতে হয় চকরপাড়া জামে মসজিদে। এই মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার সকলের অনেক উপকার হবে।
কাউন্সিলর রাশিদুজ্জামান লিটন বলেন, আমি বর্তমানে ৪নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি তারপরও জনগনের সেবার মানষীকতা নিয়ে অংশগ্রহণ করি নির্বাচনে। জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এলাকাবাসীর সুবিধার্থে এবং আমার বাবার অপুরনীয় ইচ্ছা পূরনের জন্য মসজিদটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। বর্তমানে মাটি ভরাটের কাজ চলছে। মসজিদটি নির্মানে আনুমানিক ৫ লক্ষ টাকা ব্যায় হবে। আর এ-ই ব্যায় আমার একার পক্ষে কষ্ট সাধ্য তাই সহযোগিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্জ শাহরিয়ার আলম এমপি’র প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
বর্তমানে এলাকাবাসীর সহযোগিতায় নিজ অর্থায়নে কাজ শুরু করেছি। তিনি আরও জানান, আমার ওয়ার্ডের চলাচলের রাস্তাঘাট থেকে শুরু করে সরকারী সকল সেবা জনগণের কাছে পৌঁছে দেব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।