সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শাহিন আলম: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্বামীর ওপর অভিমান করে বাবার বাড়িতে ফেরার পথে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) পান করে মিম খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত গৃহবধু মিম খাতুন তাড়াশ পৌর সদরের প্রভাষক কামরুজ্জামানের মেয়ে ও একই উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের রইচ উদ্দিনের ছেলে জাকির হোসেনের (২৪) স্ত্রী।

নিহতের বাবা প্রভাষক কামরুজ্জামানের অভিযোগ, জাকির হোসেনের সঙ্গে গত ৬ মাস আগে মিমের পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। এরপর থেকেই স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য মারধর ও মানুষিক নির্যাতন চালিয়ে আসছে। এক পর্যায়ে গতকাল শনিবার সকালে স্বামী জাকির হোসেন ও শাশুড়ি পুনরায় যৌতুকের জন্য মারধর করে বাড়ি থেকে বের করে দেন। গৃহবধূ মিম সহ্য করতে না পেরে বাবার বাড়িতে আসার সময় তাড়াশ বাজার থেকে তিনটি গ্যাস ট্যাবলেট কিনে বাজারেই খেয়ে বাবা বাড়িতে আসেন।

বিষয়টি পরিবারের লোকজন টেরপেয়ে তাডাশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মিমের মৃত্যু হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় বিষয়টি বগুড়া সদর থানা পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।