ফিরোজ আহমেদ, তাড়াশ সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে মাধ্যমিক পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৭ সেপ্টেম্বর সকালে পুরাতন বাঁশ বাজার খেলার মাঠে মাধ্যমিক পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বি এস সি, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি মাওঃ মোঃ আবু বকর সিদ্দিক প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।