ঠাকুরগাঁওয়ে বাদাম বিক্রেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে সড়কে লাশ রেখে অবরোধ করেন স্বজনরা। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সদরের কালিতলা এলাকায় বাদাম বিক্রেতা জাবেদ ইসলামের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন তারা।
স্বজনদের অভিযোগ, ‘শহরের কাজী পাড়াতে শিশু সন্তানকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় ঘটে। এতে গোপনাঙ্গ চেপে ধরে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাদাম বিক্রেতা জাবেদের(২৮)। পুলিশ সঠিক তদন্ত ও দোষীদের বিচারের বিষয়ে গড়িমসি করার চেষ্টা করছে। তারা এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। আমরা এর সঠিক বিচার চাই’।
এ ঘটানার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ‘জাবেদের মৃত্যু নিশ্চিত হতেই আমরা দুইজনকে গ্রেফতার করেছি। একইসাথে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করেছি। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ কারো পক্ষে কাজ করছে না’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।