স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ে সন্ধ্যা ৭টায় সংঘবদ্ধ প্লার্টফমের ১ম বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে কেক কাটা হয় এবং মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যুব সমাজকে নিয়ে যখন উদ্বেগ আর উৎকণ্ঠা চারপাশে,এই সময়ে একঝাঁক তরুণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
মানুষের জীবন বাঁচাতে রক্তের জোগান ও মানবতার সেবায় অপরিসীম কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী ভবিষ্যতে এই তরুণেরাই এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আগামীর সুন্দর পৃথিবী রচিত হবে তাঁদের হাত ধরেই।স্বেচ্ছাসেবী সংগঠন সংঘবদ্ধ প্লাটফর্মের ১ম বর্ষপূর্তী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংঘবদ্ধ প্লাটফর্মের প্রধান উপদেষ্টা ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নূর এ আলম সিদ্দিকী মুক্তি।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সংঘবদ্ধ প্লাটফর্মের উপদেষ্টা,
চেম্বার অব কর্মাস ঠাকুরগাঁও এর পরিচালক সাহারিয়ার মাহবুব সাওন চৌধুরী,বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনারুল হক সরকার, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী,সহকারী শিক্ষক রনি,বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জোবায়দুর,যুবলীগ নেতা জাকিউর আলম জুয়েল,সংঘবদ্ধ প্লাটফর্মের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ (মামুন),প্রভাষক আসাদুজ্জামান বাবু ও সংঘবদ্ধ প্লাটফর্মের সাধারণ সম্পাদক রাকিব ইসলামসহ সংগঠনের সদস্যগণ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।