নুরুজ্জামান সরকার,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ২৬-মার্চ বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান “স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২” উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবার বর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।