দিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫০ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকরা সম্পর্কে স্বামী স্ত্রী বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। আটকরা হলেন, উপজেলার পালসা (ঢেউমার) গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মো. আসলাম আলী (৪০) ও তার স্ত্রী মোছা. ফারজানা বেগম (৩৫।

পুলিশ জানায়, আটকৃত দম্পতি সুকৌশলে দীর্ঘদিন ধরে নিজ এলাকায় গাঁজা বিক্রি করতেন, কিন্তু তারাপুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলো। অবশেষে তাদের পুলিশের জালে ধরা পড়তে হলো।

গত সোমবার রাত ১১টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মো. মহসিন আলী (৬০) এর বসত বাড়িতে থানার ওসির নির্দেশে উপ-পরিদর্শক মশিউর রহমান অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান,

আটক দম্পতি দীর্ঘদিন ধরে তাদের নিজ এলাকায় গাঁজা বিক্রি করলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কলমকথা/ বিথী