দিনাজপুর জেলার নবাবগঞ্জ এক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা।
চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চরম হারে বৃদ্ধির প্রতিবাদে নবাবগঞ্জের দাউদপুর বাজারে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা দক্ষিণ শাখার নবাবগঞ্জ উপজেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আবুল কাশেম, সেক্রটারী ওবায়দুল ইসলাম, নবাবগঞ্জ উত্তর শাখার সেক্রেটারি মোঃ রেজাউল করিম ও অর্থ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম রেজা।
মিছিল শেষে জনগনের উদ্দেশ্য বক্তৃব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলার অর্থ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম রেজা।
এসময় তিনি তার বক্তব্যের শুরুতে আল্লাহর প্রশংসা পাঠ করেন। তিনি বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে এতে সাধারণ মানুষের জীবন ধারণ করা দূর্বিষহ হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, বর্তমান বাজারে কিছু অসাধু ব্যবসায়ি পন্য গুদাম ঘরে রেখে বাজারকে আরো বেশি অস্থিতিশীল করতেছে। এদের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা নেয়া দরকার।
সর্বশেষ তিনি সরকারের কাছে দ্রব্যমূল্যের দাম কমানোর আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
এছাড়াও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা দক্ষিণ শাখার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলের দ্বায়িত্বশীল নেতা ও কর্মীবৃন্দ এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের নবাবগঞ্জ উত্তর শাখার সভাপতি মেহেদী হাসান, ছাত্রশিবির নবাবগঞ্জ দক্ষিণ শাখার সভাপতি হাসান মাহমুদ সহ আরো অনেকে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।