বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: “সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে উপজেলা পরিষদের গেটে এসে আবার শেষ হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।
এসময় উপজেলা চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম মন্ডল, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, যুবউন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার মন্ডল, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ক্রীড়া শিক্ষকগণ, সাবেক খেলায়াররাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের তাৎপর্য তুলে ধরেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।