বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকল শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ মার্চ) বিরামপুর আনসার মাঠ প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথেই প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসের সংবর্ধনা,আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বীরমুক্তিযোদ্ধাদ্বয় হাবিবুর রহমান, মোস্তাক আহমেদ, আব্দুর রহিম, ইসাহাক আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমূখ।
আলোচনা সভার আগে বিরামপুর আনসার মাঠ চত্তরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পুলিশ, আনসারসহ কুজকাওয়াজ, ডিসপ্লে, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এসময় জনপ্রতিনিধিগণ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।