জাতীর জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকীতে গত বৃহস্পতিবার (১৭মার্চ) দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী শীর্ষক মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় এই রকম কুরুচিপূর্ণ ও অশ্লীল নৃত্য দেয়া হয়।

সেই অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাসুদ রানা নামের একজনের আইডিতে লাইভ দেখানো হয় এবং সেগুলো পরবর্তীতে উপজেলার বিভিন্ন গন-মধ্যম কর্মী সহ সাধারণ মানুষের নিজস্ব আইডি হতে সেই ভিডিওগুলো পোস্ট হলে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া সহ উপজেলা জুড়ে উঠে সমালোচনার ঝড়।

ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘স্টেজের পেছনে বঙ্গবন্ধুর “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” শীর্ষক ব্যানার রয়েছে টাঙানো। আবার সেই স্টেজেই এক তরুণী বিদেশি ডিজে গানের তালে দিচ্ছে উদ্যাম নাচ আর যাত্রাপালার মতো আনন্দমুখর গানের উপভোগ করতে সেই তরুণীর গায়ে টাকা উড়াতে দেখা যায় এবং কেউ কেউ একক ও দলগতভাবে নাচছে। আর সেখানে দর্শক সাড়িতে ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে দেখা যায়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌহিদ সেলিম মন্তব্য করেন, আয়োজন তো দেখি উপজেলা প্রশাসন করেছে। এত নোংরা রুচির মানুষও আমাদের উপজেলা প্রশাসনে আছে?
আল ফাহিম লিয়ন বলেন, শুধু এটাই না। আযান চলা অবস্থাতে ফুল ভলিউম দিয়ে তারা নাচ গান করেছে।
আরিফ ইসলাম বলেন, সামনের কাতারে মানুষ, স্থান ও আজকের এই দিনের সাথে এরকম অস্বাভাবিক নৃত্য মোটেই কাম্য নয়। তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রত্যয় কুন্ড বাপ্পা বলেন, উপজেলা প্রশাসনের এমন আয়োজনকে ধিক্কার জানাই। সেই সাথে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলা প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
ঘটনাটিকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে এমন নোংরামি আয়োজন কাম্য ও গ্রহণযোগ্য নয়। এটা চরম নিন্দনীয় কাজ। যা মেনে নেওয়ার মত নয়। এই আয়োজনের সাথে সম্পৃক্তদের জবাবদিহির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
তবে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এ ঘটনাটি অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। সরকারের নির্দেশনা অনুযায়ী দিবসটি উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান হয়েছে।