সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে খানসামা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভিন, খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন, প্রানিসম্পদ অফিসার হুমায়ুন কবীর, মৎস্য অফিসার রতন কুমার বর্মন, উপজেলা মাধ্যমিক অফিসার মনজুরুল হক, উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।