বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে পাঁচ দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে মেলার উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী কমিশনার ভূমি মুহসিয়া তাবাসসুম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা জামিলুন ইসলাম মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে আগত অতিথিরা বই মেলার উদ্ধোধনী ৩০টি স্টল ঘুড়ে দেখেন এবং তাদের সাথে কথা বলেন।