দিনাজপুরের বিরামপুরে তেলের দাম বৃদ্ধির কারনে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শনিবার (৫ মার্চ) গতকাল বিকেল ৫ ঘটিকার সময় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন বিরামপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

এসময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌ: রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাবেক পৌর সভাপতি ও সাবেক মেয়র আজাদুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌ: শাহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরণ আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মসফিকুর রহমান দুলাল, সদস্য সচিব তাজুল ইসলাম চৌ: অমি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুর রব তোতা, সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুসজ্জামান বাবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের আহবায়ক আমির হামজা, সদস্য সচিব মারুফ রহমান মিঠু উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বর্তমান সরকার তেল, গ্যাসসহ নানা দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রন করতে পারছেনা। কারন বাংলাদেশ থেকে গত ১২ বছরে ১০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বর্তমান সরকারের এমপি, মন্ত্রীসহ আমলারা। এর জন্যই আজ দেশের বাজারে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সরকার ১০ টাকা কেজি মূল্যের চাল খাওয়ানোর কথা বলে সেটিও বাস্তবায়ন করতে পারেনি বলে দাবি করেন তারা। সেই সাথে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবিও করেন এবং তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবেনা বলেও জানান বক্তারা।