কুড়িগ্রাম প্রতিনিধি: সব বয়সের মানুষের ইতিবাচক মনের খোরাকের জন্য সংগীত এবং আর্ট খুব গুরুত্বপূর্ণ। তাই গ্রামের পুরাতন সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে ‘আলোকিত মানুষ, আলোকিত সমাজ’ এই শ্লোগানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শাহাবুদ্দিন মিয়া মিউজিক এ্যান্ড আর্ট স্কুল এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জেডি একাডেমি মেরটি কেয়ার সংলগ্ন পল্লী পাঠাগার সাংস্কৃতিক সংগঠনের সার্বিক সহযোগিতায় এবং হাজীপুর যুব ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে রোববার বেলা ১১টায় জার্মানী থেকে ভার্চুয়ালি স্কুলটির উদ্বোধন করেন সবুজ আন্দোলন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন মিয়া।
কবি বাবর আলী মন্ডল এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বিশেষ অতিথি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক এম রশিদ আলীসহ অন্যরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।