মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ এক কোটি মানুষকে ন্যায্য মূল্যে টিসিবির পন্য বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় রামখানা উচ্চ বিদ্যালয় মাঠে এসব পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফা জামান ও উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম।
উপজেলার ৫৩ হাজার ২শ ২১ টি পরিবার ৪৬০ টাকার বিনিময়ে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পেরেছে।
এসময় টিসিবির পণ্য সংগ্রহের জন্য সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
এ সময় আরও উপস্থিত ছিলেন রামখানা ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।