ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই” প্রকল্পের আয়োজনে লালমনিরহাট রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে র‌্যালী,কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্প্রতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মেহরুন নাহার মেরী।বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব সরকার।সভাপতিত্ব করেন যুব সদস্য আদ্রিতা ইসলাম,সঞ্চালন করেন যুব সদস্য তৌফিকুল ইসলাম তনু।

এসময় ব্র্যাকের জেলা যুব সঞ্চালক দিপংকর রায়, স্কুলের শিক্ষক,বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অধিকার এখানে এখনই প্রকল্পের যুব সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।