আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কৃষি নির্ভর হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সুকানদিঘী পল্লী সম্পদ সমন্বয় কেন্দ্রে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ’র) উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়।
সুকানদিঘী পল্লী সম্পদ সমন্বয় কেন্দ্রের ডাইরেক্টর এনামুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমীন।
গরু বিতরণকালে কালীগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, দরিদ্র পরিবারগুলো একটি করে গরু পালন করতে পারলেই তাদের অনেককাংশে অভাব ঘুচানো সম্ভব হবে। এভাবে অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসলে এ উপজেলার দারিদ্রতা ঘুচবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।