কেএম জহুরুল হক জনি, গাইবান্ধা প্রতিনিধি: হাড় কাঁপানো কনকনে শীতের মুখে পড়েছে ফুলছড়ি উপজেলার মানুষ । এসময় একটি শীতের কম্বল এ উপজেলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছ। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ফুলছড়ি উপজেলায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে আটশত কম্বল বিতরণ করলেন ৩৩-গাইবান্ধা-৫আসনের উপনির্বাচনের নবাগত এমপি মাহমুদ হাসান রিপন।
৪ জানুয়ারি ২৩ উপনির্বাচনে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ,নির্বাচন-পরবর্তী শপথ গ্রহণের পর এটি তার প্রথম ফুলছড়িতে আগমন। আজ দুপুর বারোটার সময় তি‌নি প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঅর্পণ শেষে ফুলছড়ি উপজেলার শহীদ মিনার চত্বরে অবস্থানরত ৮ শত পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ শেষে করেন। 
এ সময় তার বক্তব্য কালে তিনি বলেন প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তি‌নি আমাকে ফুলছড়ি সাঘাটায় মনোনয়ন দিয়েছিলেন , এবং ফুলছড়ি সাঘাটার মানুষ একবার নয় দুই দুই বার ভোট দিয়েছে এবং আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে সেজন্য আমি ফুলছড়ি সাঘাটার মানুষের কাছে চিরও কৃতজ্ঞ।
কম্বল বিতরণ শেষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা মিটিংয়ে করেন তিনি।
এ সময় বক্তব্য প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান,ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ফুলছড়ি।
এছাড়া ফুলছ‌ড়ি উপজেলায় অবস্থ‌িত সকল দপ্তর এর প্রধান ও সাত ইউ‌নিয়ানের চেয়ারম‌্যান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।