লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ২৫ বোতল ফেনসিডিল ও নগদ ১২ হাজার ৩শ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল।
বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর ডাক্তারপাড়া গ্রামের ডাবলু মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের রহিদুল ইসলামের ছেলে বাবুল মিয়া (২০) ও একই ইউনিয়নের কাউয়ারমোড় গ্রামের মবু মিয়ার ছেলে মমিন ইসলাম (৩০)।
এ ঘটনায় নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে মামলা নম্বর ১৬। শুক্রবার আসামীদেরকে নীলফামারী জেলহাজতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।