মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসাবে নীলফামারীর ডিমলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মান কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার ৮ফেব্রুয়ারী সকালে ডিমলা ইউনিয়নের পুরান থানা গ্রামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় ২০২১-২২ অর্থ বছরের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প বীর নিবাস কাজের উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী অফিসার শফিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, উপজেলা সমাজসেবা অফিসার নুরুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সামছুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, ৩নং ডিমলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান ও ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম। ঠিকাদারী প্রতিষ্ঠান সনি ট্রের্ডাস, ডোমার, নীলফামারী এর স্বত্বাধিকারী মোরশেদ হাসান সনি বলেন, এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দশটি আবাসন প্রকল্প বীর নিবাস নির্মান করা হচ্ছে যার প্রতিটি আবাসন বীর নিবাসের ব্যয় তের লক্ষ পয়চল্লিশ হাজার টাকা ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।