মো: তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় উজানের ঢলে তিস্তা নদীতে আষাঢ়ের প্রথম দিনে হঠাৎ পানি বেড়েছে। এরই ফলে তিস্তা নদী বেষ্ঠিত এলাকার গ্রামগুলো প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সেই সাথে ডিমলার বুড়িতিস্তা, সিংগাহারাসহ অন্যান্য নদীরও পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা বলেন তিস্তা নদীর পানি এভাবে বাড়তে থাকলে বন্যা হওয়ার আশংকা রয়েছে। তিস্তা নিয়ন্ত্রন কেন্দ্র সুত্রে জানা যায়,

বুধবার রাত থেকে উজান থেকে আসা নদীর পানি হঠাৎ বেড়ে দুইকুল ভরে যায়। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান পরিস্থিতি নিয়ন্ত্রনে তিস্তা নদীর উপরে ব্যারেজের সবকয়টি (৪৪ টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পুরো পরিস্থিতি আমরা সবসময় পর্যবেক্ষন করছি সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ করছে। টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক জানান,

উত্তরবঙ্গের সীমান্ত এলাকা বেষ্ঠিত তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রাত থেকে বাড়তে থাকে তিস্তার পানি এর ফলে মজিদপাড়া, টাবুরচর, জিঞ্জিরপাড়া,

খড়িবাড়ী, বাঘেরচড় গ্রামগুলোতে পানি প্রবেশ করে। এইসব গ্রামে প্রায় পাঁচশ মানুষের বসবাস নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন।