গংগাচড়া উপজেলা (রংপুর) প্রতিনিধিঃ গংগাচড়া উপজেলার চেংমারী গ্রামে অবস্থিত – “প্রিয় চেংমারী” ফেসবুকভিত্তিক কমিনিউটি গ্রুপ এর পক্ষ থেকে (২৬-০৪-২০২২) রোজ- মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় চেংমারী মান্দ্রাইন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইসলামিক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, এ এস এম জাকারিয়া মুকুল,প্রভাষক,গংগাচড়া সরকারি কলেজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ প্রভাষক, তালুক হাবু বি এম কলেজ। হাবিবুর রহমান রওশন সভাপতি,মানব কল্যাণ যুব পরিষদ।
জমিদার রহমান,অর্থ সম্পাদক,চেংমারী বাজার দোকান-মালিক সমিতি। রবীন্দ্রনাথ সরকার প্রতিনিধি,দৈনিক কলম কথা পত্রিকা। মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান সোহেল, টপ রেটেড ফিল্যান্সার (আপওয়ার্ক)। উপস্থিত ছিলেন প্রতিভাবান কবি রাশেদুল ইসলাম এবং “প্রিয় চেংমারী” ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপের সকল সদস্য।
অনুষ্ঠানটির শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন -মাওলানা গোলাম রব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুর রহিম এবং ইসলামিক গজল পাঠ করেন রাকিব হাসনাত, নাশিদ শিল্পী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ স্বপন মিয়া, “প্রিয় চেংমারী” কমিউনিটি গ্রুপের উদ্দোক্তা।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন “প্রিয় চেংমারী” গ্রুপের সমন্বয়ক মোঃ ইদ্রিস আলী, পুরস্কৃত প্রতিযোগি মোঃ রোমান মিয়া এবং সবশেষে সভাপতি মহোদয় বক্তব্য প্রদান করেন। এ সময় সভাপতি মহোদয় অনুষ্ঠানের সকল কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন চেংমারী বাসীকে মাদকমুক্ত একটি আদর্শ গ্রামে পরিণত করতে হবে।
এ থেকে রেহাই পেতে প্রিয় চেংমারীর যুব সমাজ ও শিক্ষার্থীদের এবং সকল সংগঠনকে এক হয়ে কাজ করতে হবে। পরে তিনি সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা একাডেমিক পড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করেন। এতে যেমন আপনাদের জ্ঞানচর্চা এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে অন্যদিকে খারাপ কাজগুলো থেকে অনেকটা রেহাই পাবে।
বক্তব্য শেষে সভাপতি ও অতিথি মহোদয়ের মাধ্যমে প্রতিযোগিদের ফলাফল ঘোষনা ও পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানটি সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটে এবং শেষে শান্তি শৃঙ্খলার মাধ্যমে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।