ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মঙ্গলবার ২২শে ফেব্রুয়ারী ২০২২ সকালে পীরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
জানা যায়,পীরগঞ্জ উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পীরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃজাহাঙ্গীর আলম,পীরগঞ্জ পৌর মেয়র মোঃ ইকরামুল হক,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃআখতারুল ইসলাম প্রমুখ।
উক্ত ওপেন হাউজ ডে সভায় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।