দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এইচএসসি ) পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন অর রশিদ মণ্ডল।

তিনি বলেন, আজকে এইচএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করেনি কোনো শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানে এবার একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।

পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে ফলাফল সংক্রান্ত তথ্য জানতে চাইলে তারা ভুল নম্বর বলে ফোনটি রেখে দেন ।

ঠাকুরগাঁওয়ে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এইচএসসি ) পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল ৯ হাজার ৮১৪ জন। পাসের হার ৯০ দশমিক ৪৬, পাস করেছে ৮ হাজার ৮৭৮ জন এবং জিপিএ -৫ পেয়েছে ৯৪৩ জন। ২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এইচএসসি ) পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। করোনা পরিস্থিতির কারণে গত বছর অক্টোপাস থাকায় শতভাগ পাস ছিল।