স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ শুক্রবার আনুমানিক সকাল ৭ঃ৩০ মিনিটে উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের টঙ্গী পুকুর নামক মোঃ রওশন আলীর স্ত্রী মোছাঃ সখিনা বেগম কে তার ভোগ দলীয় জমি একই এলাকার দুষ্কৃতিকারী জবর দখল করতে গেলে এতে সখিনা বেগম বাঁধা দিতে গেলে তাকে একই গ্রামের হেমেদের পুত্র রুবেল, হেমেদের স্ত্রী নিলুফা ও মনোয়ারা, অনিক আলী সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র বাঁশের লাঠি ইত্যাদি দিয়ে বেধরক মারপিটে সখিনাকে আহত করলে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী লোক জন এসে সখিনাকে আহত অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্ত্তি করেন।বর্তমানে সখিনা বেগম মারপিটের আঘাতে ব্যাথার সাথে কাতরাচ্ছেন।

এ বিষয়ে মারপিটে জখম সখিনা বেগমের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমার স্বামী বাসায় না থাকায় আমাদের ভোগদলীয় জমি জবর দখলে বাঁধা দিলে হামলাকারীরা আমার ক্ষুব্ধ হয়ে আমাকে মারপিট সহ তীব্র হামলা করে জখম করে।বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি স্বাভাবিক সুস্থ হলে আইন গত ব্যাবস্থা গ্রহণ করবো।