ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৪শে মার্চ বৃহস্পতিবার দুপুর ১টায় একযোগে উপজেলার ভান্ডারা, মডেল,নরগাঁও,খঞ্জনা, বাঁশবাড়ি, সিংপাড়া, বাচোর, নেকমরদ, ধর্মগড়,রাউৎনগর,মীরডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এ উপজেলার সহোদর,কাদিহাট, মীরডাংগী ও রাউৎনগর সহ এ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অনেক স্কুলে উপস্থিত হয়েছেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন সহকারি শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম,ঘনশ্যাম,সীমান্ত বসাক,জাহিদ হোসেন,মা সমাবেশের বিষয়বস্তু ছিল।বিদ্যালয়ের সার্বিক আলোচনার পাশাপাশি নিম্নোক্ত তথ্য আলোচনা করা হয়৷–মা সমাবেশের তথ্যঃ ১. রুটিন অবগত করানো এবং রুটিন মাফিক শতভাগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হতে উৎসাহ প্রদান।
২. স্কুল ড্রেস বানানো এবং সেটা পরিধান করে প্রত্যহ বিদ্যালয়ে আসা।
৩. শিশুদের পড়ার জন্যে বাসায় সময় দেওয়া এবং সময় পেলেই বিদ্যালয়ে এসে তাদের খোঁজ নেওয়া।
৪. স্বাস্থ্য সচেতন ভাবে চলাচল করা এবং মাস্ক পরিধান করা।
৫. “আপনার সবচেয়ে অমুল্য সম্পদ আপনার সন্তান”- এই উক্তি সামনে রেখে শিশুর পড়াশোনার ক্ষতি হয়, এমন কাজে তাদের লিপ্ত না করা।
৬. প্রত্যহ সকালে খাবার খাইয়ে এবং টিফিন পিরিয়ডের জন্যে খাবার দিয়ে বিদ্যালয়ে পাঠানো।
৭. হাত-ধোয়া,নিয়মিত ও সময়মত ব্রাশ করা, মোবাইল এর খারাপ দিক সম্পর্কে অবগত করানো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।