ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ২৭শে মার্চ২০২২ইং রোজ রবিবার দুপুরে ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি’র সভাপতি আইনুল হক মাষ্টারের সভাপতিত্বে বিএনপি’র উপজেলা সম্মেলনের প্রথম পর্বের সভা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় পর্বের সভা শুরু হলে সন্মেলনে উপজেলা বিএনপি সম্পাদক ও সভাপতি পদে প্রার্থী হন আতাউর রহমান আরেক প্রতিদ্বন্দি প্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আলম এবং সাধারন সম্পাদক প্রার্থী ইউনিয়ন সম্পাদক আলিফ, উপজেলা প্রচার সম্পাদক নুর নবী,পৌর সহ-সভাপতি মাহমুদুন নবী পান্না বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দীন ও প্রার্থী বকুল মজুমদার।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফয়সল আমিন সম্পাদক জেলা বিএনপির ঠাকুরগাঁও,উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ও ঠাকুরগাঁ জেলা বিএনপি’র সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং ওবায়দুল্লাহ মাসুদ বিশেষ অতিথীর বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক ও হাসান আল মামুন সাংগঠনিক সম্পাদক জাফর উল্লাহ ও তাজউদ্দীন তাজু,অ্যাডভোকেট জয়নাল আবেদীন সহ ইউনিয়ন ও উপজেলা সহ স্থানীয় নেতৃবৃন্দ(প্রমুখ)৷ উক্ত সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে ২জন সভাপতি প্রার্থীর মধ্যে মুঞ্জরুল আলম প্রার্থীতা প্রত্যাহার করেন৷

সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রার্থী ছিলেন আফাজ উদ্দীন ও বকুল মজুমদার অপরদিকে উপজেলা সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থীর মধ্যে সমঝোতা না হওয়ায়,জেলা কমিটি উক্ত সম্মেলন স্থগিত ঘোষণা করেন ৷এ ব্যাপারে জেলা কমিটি পরবর্তীতে কমিটি ঘোষণা করবেন বলে বিশেষ সুত্রে জানা যায়৷ সম্মেলন পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শাহাদাত হোসেন