!['Sacrifice in different places on the second day of Eid'](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/kurbani.jpg)
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি দিচ্ছেন অনেকে। ঈদের দিন পশু কোরবানির রীতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেকেই পশু কোরবানি দিয়ে থাকেন। তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম।
সোমবার (১১ জুলাই) সকালে রাজধানীর আজিমপুর, বাংলামোটর, ওয়ারী ও পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে গরু ও ছাগল কোরবানি দিতে দেখা গেছে।
যারা কোরবানি করেননি মূলত দ্বিতীয় দিনে তারাই পশু জবাই করছেন। তবে, কেউ কেউ আছেন যারা ঈদ ও দ্বিতীয় দিনেও করছেন। কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।
ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিচ্ছেন রাজধানীর মগবাজর এলাকার বাসিন্দা মালেক। তিনি জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের পারিবারিক ঐতিহ্য হিসাবে প্রতিবছর তিনটি গরু কোরবানি দেই। ঈদের দিন দুটি কোরবানি করেছি। আজ একটা দিচ্ছি।
দ্বিতীয় দিন সকালে যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্য অপসারণের জন্যও কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে অনেকে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।