ফিরোজ আহমেদ, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শুভ মহালয়ের মাধ্যমে দেবীর আগমনী বার্তা বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেবার জন্য তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। চন্ডী পাঠ এবং ভক্তিমুলক সঙ্গীতের মাধ্যদিয়ে মহালায়ের শুভ সূচনা করে।
২৫ সেপ্টেম্বর রবিবার শ্রীশ্রী রাধাঁ গোবিন্দ মন্দিরে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষের সভাপতিত্বে, , মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে মহালয়া শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক, তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ , তাড়াশ থানার এস আই আব্দুস সালাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ সান্ন্যাল, পৌর শাখার সভাপতি তুষার কান্তি , সাধারণ সম্পাদক সুমন সাহা ও শিলা রানী দাসের সঞ্চালনায় অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ওস্তাদ অরুন সরকারের নেতৃত্বে ভক্তি মূলক সংগীত পরিবেশন করেন ঢাকা ও স্থানীয় শিল্পী বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।