১৯৫২ সালের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গকারী অমর ভাষা সৈনিকদের সম্মান জানাতে দেশে-বিদেশে বিভিন্ন স্থাপিত হয়েছে অগণিত শহীদ মিনার। এগুলোর একেকটির রূপ একেকরম। অবয়বে সহজেই সবার নজরে কাড়ে ব্যতিক্রম কিছু শহীদ মিনার।

 

এমনই একটি সিলেট নগরের ৫নং ওয়ার্ডের বড়বাজার রোডের খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার। যা স্থাপিত হয়েছে বিদ্যালয়টির দেয়ালজুড়ে। নির্মাণশৈলীতে টেরাকোটার আদলেই গড়ে তোলা হয়েছে মিনারটিকে। দৃশ্যপটে উঠে এসেছে শোকের জমিনে শক্তির প্রতীক হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারের অবয়ব।

 

সেই কালো জমিনে একে একে সাহসের প্রতিচ্ছবি হয়ে জুড়ে আছে আমাদের একেকটি বর্ণমালা। ৩৩টি বর্ণমালার ঠাই হয়েছে শিল্পীর নকশাতে। স্থানীয় কাউন্সিলর সাংবাদিক রেজওয়ান আহমদ জানিয়েছেন, এটি নগরীসহ দেশের অন্যান্য শহীদ মিনার থেকে ব্যতিক্রম। জায়গা সল্পতার কারণে ও ব্যতিক্রমী কিছু করার তাগিদে দেয়ালজুড়েই গড়ে তোলা হয়েছে শহীদ মিনারটি। ভবিষ্যতে মিনারটি রক্ষণাবেক্ষণে কিছু করার চিন্তাভাবনা রয়েছে। রাস্তা বড় হলেও যাতে মিনারটি রক্ষা পায় এমন দাবি এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের।

 

 

কলমকথা/ বিথী