সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ দুই জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগজুড়ে সর্বমোট মৃত্যুসংখ্যা এখন ১ হাজার ২০৯ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৯৫, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন।

এছাড়াও সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন রয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে তিনি জানান,

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ১৬৮০ জনের নমুনা পরীক্ষা কর হয়। যাদের মধ্যে করোনা ধরা পড়েছে ২৬৮ জনের। শতকরা হিসেবে প্রতি ১০০ জনে ১৫.৯৫ জন আক্রান্ত। এর মধ্যে সিলেট জেলায় ১২৩, সুনামগঞ্জে ২৭, হবিগঞ্জে ২০ ও মৌলভীবাজারে ৩৯ জন।

এছাড়াও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ৫৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। বর্তমানে বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি আছেন ১৯০ জন; যার মধ্যে ১৯ জন আইসিইউতে। অ্যান্টিজেন টেস্টে ৫২ জনের কোভিড-১৯ পজিটিভ চিহ্নিত হয়েছে।

 

কলমকথা/বি সুলতানা