সিলেট জেলায় ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। এর জেরে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিলেট নগরীর প্রবেশমুখ দক্ষিণ সুরমার সবগুলো পয়েন্টে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা।
এদিন যান সংকটে পড়ে বিপাকে অফিসগামী মানুষ। তবে ব্যক্তিগত যানবাহন ও এম্বুলেন্স কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে।
ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটের পুলিশ কমিশনার ও ডিসি ট্রাফিকের অপসারণসহ পাঁচ দাবিতে এই কর্মবিরতি পালন করছে জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।
এর আগে গত রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এই ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। ঘোষণায় বলা হয়, ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলার রাস্তায় কোনো চালক গাড়ি নিয়ে বের হবেন না।
অনতিবিলম্বে আমাদের পাঁচ দফা দাবি মেনে না নিলে কঠোর এই কর্মসূচি পালন ছাড়া সামনে আর কোনো পথ খোলা থাকবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।