নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার পূর্ব-বালিঘাটা মহল্লার অসিম কুমার সাহা (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করেছেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ( ২০ জানুয়ারি) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার(২১ জানুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধার নিজ বাসভবনের সামনে পাঁচবিবি উপজেলা প্রশানের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান করার হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.বরমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।পরে তাকে নিজ ধর্মীয় রীতি অনুযায়ী দাহ কাজ সম্পূর্ণ করা হয়।
১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময় স্বর্গীয় বীর মুক্তিযুদ্ধা অসীম কুমার সাহা ৭ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.মিছির উদ্দিন গণমাধ্যম কর্মীদের তার অবদান সম্পর্কে বলেন।