ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর): জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার বায়োএনটেক কোভিট -১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।
মঙ্গলবার (১১অক্টোবর) দুপুরে বাট্টাজোড় খামারিয়া পাড়া সরকারির প্রাথমিক বিদ্যালয় হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক,
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ এম কে এইচ মুনিব হাসান, নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল- মামুনুর রশিদ সিদ্দিক,বাট্টাজোড় খামারিয়া পাড়া সরকারির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ রোকসানা, ববশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।