তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নে সোমবার (৩০ মে) বিকেলে ময়েনদিয়া বাজারের নাট মন্দিরের সামনে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সহযোগীতায় ছিলেন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ। অনুষ্ঠানে পরমেশ্বদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপপরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার মোহাম্মদ আসলাম মোল্যা।
বিশেষ ডিস্ট্রিক্ট ফ্যাসালিটিটর, ইএএলজি, ইউএনডিপি মো. মনির হোসেন মুজুমদার, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই কবির হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. জাফর মোল্যা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের মেম্বার ও সাধারন মানুষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।