গাইবান্ধা, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাঁতলামারী নবাবগঞ্জ বাজার সংলগ্ন পশুরাম ঘাটের পূর্ব পাশ্বে আজিজ মিয়ার বাড়ীর পাশে নদীর গা ঘেঁষে পরাতন ওয়াপদা বাঁধের মাটি কেটে বিক্রি করছেন ঐ ওয়ার্ডের ইউ পি সদস্য মনিরুল ইসলাম মনির নেতৃত্বে একটি কুচক্রী মহল।

আজ ১১/০২/২০২৩ ইং তারিখ সকালে ঘটনাস্থলে গিয়ে যানা যায় ঐ ওয়ার্ডের ইউ পি সদস্য মনিরুল ইসলাম মনির নেতৃত্বে মোঃ মাহমুদুর রহমান টিপু-পিতাঃ- মৃত্যু মহিজল হক, আঃ রহিম মধু বেপারী, মোঃ ওয়াদুদ ও তার ভাই ওদু- উভয়ের পিতা মৃত্যু ছাবেদ আলী দীর্ঘ দিন ধরে এই চক্রটি পরাতন ওয়াপদা বাঁধের মাটি কেটে বিক্রি করছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারি অনেকে এই কাজে বাঁধা দিয়েছিলেন কিন্তু চক্রটি সংঘবদ্ধ হয়ে তাদেরকে হুমকি প্রদান করেন। এ কারণে এবিষয়ে কেউ এতদিন মুখ খোলেনি। সম্প্রতি তাদের এই কর্মকান্ড দ্বিগুণ বেড়ে যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে সাংবাদিকদের অবগত করেন।

দেখা যায় প্রতিদিন ৫/৬ টি কাঁকড়া গাড়ি সকাল থেকে সন্ধ্যা অবদি বাঁধের বিক্রিত মাটি অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন ক্রয়কৃত মালিকের কাছে। বিক্রিত মাটির টাকা দিনশেষে ইউ পি সদস্য মনিরুল ইসলাম মনির মাধ্যমে ভাগাভাগি করে নিচ্ছেন অন্য সদস্যরা।

এর ফলে হুমকির মুখে পড়ছে কোটি কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত ওয়াপদা বাঁধ সহ নবাবগঞ্জ বাজার, পুরাতন বাঁধ সংলগ্ন মানুষের বসতভিটা,ফসলি জমি ও পরিবেশ। এ বিষয়ে জানতে চাইলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ খান খুশু বলেন এ বিষয়টি আমার জানা নাই আগামীকাল সরজমিনে দেখে বিস্তারিত বলতে পারবো।

পরে ফুলছড়ি উপজেলা ভূমি কর্মকর্তা আলাউদ্দিন মিয়ার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন তথ্য পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেবো। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা সহ আইনানুগ ব্যবস্থা নিতে এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।