দিনাজপুরের বিরামপুরে উপজেলা সংলগ্ন দেয়ালে কিছু একটা লেখা। ক‌য়েক‌টি হ্যাঙ্গারে ঝুল‌ছে কিছু পুর‌নো ও আধা পুর‌নো শীতের কাপড়। এক পক্ষ সেখা‌নে তা‌দের অব্যবহৃত শীতের কাপড় রে‌খে যা‌চ্ছেন, অন্য এক পক্ষ সেগু‌লো নি‌য়ে হার কাঁপানো শীতে তা‌দের প্র‌য়োজন মেটা‌চ্ছেন।
দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে দেখা মিল‌ছে এমন চিত্র। আর সু‌বিধা বঞ্চিত মানু‌ষের পা‌শে দাড়া‌নোর এই মহান কর্ময‌জ্ঞের নাম দেয়া হ‌য়ে‌ছে ‘মানবতার দেয়াল’। দেশের বি‌ভিন্ন স্থা‌নে এমন অসংখ্য দেয়াল এখন শোভা পা‌চ্ছে।
সাংবাদিক এসএম মাসুদ রানা জানান, উ‌দ্যোগ‌টি ভালো। এ কা‌জে সাধ্য ম‌তো সবাই অংশ নি‌লে অ‌নে‌কে উপকৃত হ‌বে।
বিরামপুরে মানবতার দেয়া‌লের একজন উ‌দ্যোক্তা মৃত‍্যুঞ্জয় স্বদেশ জানান, বাসায় বড় ও ছোট‌দের অব্যহৃত অ‌নেক শীতের কাপড় প‌ড়ে থা‌কে। সেসব য‌দি অসহায় ও অস্বচ্ছল লোক‌দের কা‌জে লা‌গে তা‌তে তো বিষয়‌টি ই‌তিবাচক। এছাড়া দেখা ‌দে‌খি সমা‌জের বিত্তবানরাও য‌দি এই উ‌দ্যোগে এ‌গি‌য়ে আ‌সে তাহ‌লে নিম্ম‌বিত্ত‌দের বড় এক‌টি অংশ উপকৃত হ‌বে।
বিরামপুর পৌর শহরের কলেজপাড়া মহল্লার বা‌সিন্দা ফারুক হোসেন জানান, যারাই এই উ‌দ্যোগ নি‌য়ে‌ছে বিষয়‌টি প্রশংসনীয়। এই উ‌দ্যোগ আ‌রো‌ বে‌শি স্থা‌নে ছ‌ড়ি‌য়ে দি‌তে পার‌লে অ‌নেক বে‌শি মানুষ উপকৃত হ‌বে।