ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথমবারের মত পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস। শুক্রবার উপজেলা পরিষদ হল রুম দিবসটি পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমদ, সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, প্রেসক্লাব আহব্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল হক, শারমিন আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। নতুন খবর হলো স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবছর থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে।