খুলনার পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষ্যে ৪র্থ পর্যায়ে ৫২ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছেন আপন ঠিকানা।মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে যাচাই-বাছাই প্রক্রিয়া সরাসরি লটারির মাধ্যমে সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন,উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম,সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান সহ ভূমিহীন ও গৃহহীন ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য পাইকগাছার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া নির্মাণাধীন ঘরের জন্য আবেদন পত্র বরাদ্দকৃতের চেয়ে বেশি হওয়ায় স্বজন প্রীতি এড়াতে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ৫২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নাম চূড়ান্ত হয়েছে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।