জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ- ফরিদপুর সদর উপজেলার ১১০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা ২০২১-২২ অর্থ বছরে খরিপ ১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ ও ২০ কেজি ডিএপি সার ও দশ কেজি করে এমওপি সার বিতরন করা হয়েছে।
১৮ এপ্রিল সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই বীজ ও সার তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, কৃষকদের উন্নয়নে সরকারের ব্যপক কর্মসূচি রয়েছে। বিন্যমুল্যে বিভিন্ন ফসলের বীজ, সার বিতরণ এ কর্মসূচির গুরুত্বপূর্ণ একটি অংশ। ধান গবেষণা ইন্সটিটিউট গবেষণা করে আউশ ধানের এ জাতটি উদ্ভাবন করেছে। এ ধান চাষে তেমন কষ্ট করতে হয় না। আপনারা এ বীজ নিয়ে এর যথাযথ ব্যবহার করবেন। করোনা মহামারির সময় সবকিছু বন্ধ থাকলেও কৃষি কাজ কিন্তু বন্ধ রাখার সুযোগ ছিলো না। কৃষকেরা ভালো থাকলেই দেশ ভালো থাকবে। দেশের অর্থনীতিও চাঙ্গা থাকবে। কৃষকদের যে কোন সহযোগীতায় কৃষি কর্মকর্তাগণ ছাড়াও আমরা আপনাদের পাশে আছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।