জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে আরও কমেছে। ইউক্রেন-রাশিয়া সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্ত হারে বাড়তে থাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানির দাম নিম্নমুখী।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেখা গেছে, ব্রেন্টক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৬১ ডলারে, যা মোট দামের থেকে শূন্য দশমিক ৬৩ শতাংশ কমেছে। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে। এক্ষেত্রে দাম কমে ব্যারেলপ্রতি মূল দাঁড়িয়েছে ৭৮ দশমিক ২৬ ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সুদের হার বেড়েছে। এতে বৈশ্বিক মন্দার ঝুঁকিও বেড়েছে। এ কারণে তেলের চাহিদা কমেছে। এছাড়া অনেক দেশে ডলারের দাম বাড়ায় দেশগুলোর জ্বালানি ক্রয় ক্ষমতাও কমেছে। এর ফলে তেলের দাম মূলত কমছে।
এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সে সময় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টানা কয়েকসপ্তাহ অপরিশোধিত তেলের উভয় বেঞ্চমার্কের দর পতনের ঘটনা ঘটল।
এটি গত বছরের ডিসেম্বরের পর প্রথমবার ঘটেছে। এদিন গত ১০ জানুয়ারি থেকে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন এবং ব্রেন্ট তেলের দাম ১৪ জানুয়ারি থেকে সর্বনিম্ন ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।