আমদানি ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে ভোজ্যতেল ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে ১ লিটার বোতলজাত সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন আগামী ৮ জানুয়ারি থেকে একই বোতলের দাম বাড়িয়ে

১৬৮ টাকা এবং ৭৬০ টাকার ৫ লিটার বোতলের দাম নির্ধারন করতে চান ৮০০ টাকা। এর সাথে বাড়বে খোলা সয়াবিন ও পাম তেলের দাম। তবে জানা গেছে, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।