পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির কর্পোরেট গভর্নেন্স কোড-২০১৮ এর আলোকে স্বাধীন পরিচালক নিয়োগের জন্য ‘রেগুলেটরি সাবমিশন ফর্ম ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস’ নামে অনলাইন প্ল্যাটফর্ম অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৮০৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তালিকাভুক্ত সব কোম্পানি তাদের স্বাধীন পরিচালক নিয়োগের আবেদন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের জন্য কমিশন গঠন করবে। কমিশন পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বৃহস্পতিবারের সভায় একটি প্রজ্ঞাপন অনুমোদন করা হয়ছে, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।