আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ‘বাংলাদেশকে ঋণ দিতে কোনো শর্ত আরোপের প্রশ্নই আসে না’। এতে অবসান হলো আলোচিত এ ঋণ প্রস্তাব নিয়ে দেশ-বিদেশে চলমান সব জল্পনা-কল্পনার।

মঙ্গলবার (১৬ আগস্ট) এক অনলাইন সভায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে এক ব্রিফিংয়ে আইএমএফ-এর এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের ডিভিশন চিফ রাহুল আনন্দ এ কথা বলেন।

ব্রিফিংয়ে আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান স্পষ্ট করেই বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে আইএমএফ এর ঋণের কোনো সম্পর্ক নেই বলেও সাফ জানিয়েছেন তিনি।