খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ শনিবার (২৫ ডিসেম্বর) আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকার গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই- খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খ্রিস্টান ধর্মের বড়দিন উৎসব উপলক্ষে চারদেশীয় ব্যবসায়ীক সিন্ধান্তে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই এই বন্দরে বাণিজ্য কার্যক্রম আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
একদিন বন্ধ থাকার পর রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।